কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের জড়িমানা ।
কুষ্টিয়া প্রতিনিধি,ওয়াহিদুজ্জামান অর্ক
আজ জেলা প্রশাসন, কুষ্টিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সামাজিক দূরত্ব বজায় রাখা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৩টি মোবাইল কোর্ট অভিযানে ৩৪ টি মামলায় ৩৪জনকে ৬০,২০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া কুষ্টিয়া সদরের জুগিয়া পুকুরপাড় আমেরিকান মোড় নামক স্থানে একটি পরিবার বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। বরপক্ষ না আসায় কনেপক্ষকে গ্রামের গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতিতে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুচলেকা নেয়া হয়।
জনসচেতনতায় ও জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অপর দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্রাম্যমান অাদালতের অভিযান ১৭ হাজার টাকা জরিমানা অাদায় করেছে। উপজেলার মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজালাল সাথে নিয়ে নিরন্তর ছুটে চলেছেন উপজেলার বিভিন্ন স্থানে। আজ সকালে ভেড়ামারা বাজার ও উপজেলার বিভিন্ন স্থানে গোলাপনগর,বাহাদুরপুর, কুঁচিয়ামোড়া, জুনিয়াদহ, পরানখালী,ধরমপুর ও সাতবাড়িয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ। কয়েক জন দোকানদার সরকারি নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮, ২৫(১)(খ) ধারা ভঙ্গে (২) মোতাবেক কুঁচিয়ামোড়া বাজারের ১ টি দোকানকে ১৫,০০০(পনের হাজার) ও ধরমপুর ও সাতবাড়িয়া বাজারের ২ টি দোকানকে ১০০০ টাকা করে সর্বমোট ১৭০০০(সতের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ।